ঢাকা, ০৯ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

৫ মে পর্যন্ত বাড়ল বিধি-নিষেধের মেয়াদ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৩, ২৬ এপ্রিল ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে আগামী ৫ মে পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কোভিড-১৯’র বিস্তার রোধে সার্বিক কার্যক্রম ও চলাচলে চলমান বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল এ সংশ্লিষ্ট প্রজ্ঞাপন দেওয়া হতে পারে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে ‘লকডাউন’ ঘোষণা করে সরকার। পরের দিন ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১১টি সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমোদন দেওয়া হয়। এরপর ৯-১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

এরপর ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্যে ‘সর্বাত্মক লকডাউন’র ঘোষণা দেয় সরকার। সেই ‘লকডাউন’র মেয়াদ ২১ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তৃতীয় দফায় তা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। চলমান বিধি-নিষেধের মেয়াদ আজ চতুর্থ দফায় আবারও বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত